ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটিশ রাজতন্ত্রের উত্তরাধিকার রীতির পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, অক্টোবর ২৮, ২০১১
ব্রিটিশ রাজতন্ত্রের উত্তরাধিকার রীতির পরিবর্তন

পার্থ: ব্রিটিশ রাজতন্ত্রের উত্তরাধিকার আইন পরিবর্তন করার ব্যাপারে কমনওলেথভূক্ত দেশগুলোর সরকার প্রধানরা একমত হয়েছেন। এই সংশোধনীর ফলে ব্রিটিশ রাজ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হওয়ার ব্যাপারে রাজা বা রাণীর ছেলে এবং মেয়ে এখন থেকে সমান অধিকার ভোগ করবেন।



অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে শুক্রবার নেতারা চিরাচরিত রীতির ব্যত্যয় ঘটিয়ে এই পরিবর্তনের বিষয়ে একমত হয়েছেন।

ব্রিটেনের রাণী কমওয়েলথভুক্ত ১৬টি দেশের সাংবিধানিক প্রধান। এই দেশগুলোর সরকার প্রধানরা এই পরিবর্তন অনুমোদন করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও এই পরিবর্তন সমর্থন করেছেন।

ব্রিটিশ রাজতন্ত্রের ৩০০ বছরের পুরোনো উত্তরাধিকার রীতি অনুযায়ী, রাজার প্রথম ছেলেই কেবল পরবর্তী রাজা হবেন। যদি ছেলে না থাকে সেক্ষেত্রে বড় মেয়ে পরবর্তী রাণী হবেন।

রাজা ষষ্ঠ জর্জের ছেলে না থাকায় বর্তমান রাণী দ্বিতীয় এলিজাবেথ বাবার উত্তরাধিকারী হয়েছেন।

শুক্রবার কমনওয়েলথ সম্মেলন উদ্বোধন করেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘নারীদেরও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিৎ। ’

কমনওয়েলথভূক্ত ৫৪টি দেশের সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলন হচ্ছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পার্থে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।