লন্ডন: ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় গঠিত তহবিলের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে চীনের দ্বারস্থ হয়েছেন তহবিলের নেতারা।
সঙ্কটে পড়া দেশগুলোতে পরিকল্পনা মাফিক বিনিয়োগের জন্য চীনকে আহ্বান জানিয়েছেন নেতারা।
গত বৃহস্পতিবার এ নিয়ে চীনা নেতাদের সঙ্গে বৈঠক শেষে উদ্ধার তহবিলের নেতা ক্লাউস রেগলিং বলেন, ‘বৈঠকে কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি এবং এই মুহূর্তে কোনো চুক্তিও হচ্ছে না। ’
ধারণা করা হচ্ছে সঙ্কট উদ্ধার তহবিলে চীন ৭ হাজার কোটি ইউরো অর্থ সহায়তা দেবে। চীনের এই সহযোগিতার ফলে তহবিল এক লাখ কোটি ইউরোতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেছেন, ঋণ জর্জড়িত গ্রিসকে ইউরোজোনে নেওয়াই ভুল হয়েছে।
তিনি বলেন, ২০০১ সালে ইউরোজোনে যোগ দেওয়ার সময় গ্রিস মোটেও প্রস্তুত ছিল না। তবে ঋণ সঙ্কট মোকাবেলায় নতুন পরিকল্পনার ফলে একটা বিহীত হবে বলে মনে করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার সকালের দিকে ব্রাসেলসে ইউরোপের নেতারা কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। ইউরোজোনের কয়েকটি দেশের সঙ্কট অন্য দেশগুলোতে সম্প্রসারণ প্রতিরোধের লক্ষ্যে একটি ঐক্যমতে পৌঁছতে তারা বৈঠকে বসেন।
বৈঠকে ইউরোজোনের জন্য একটি শক্তিশালী তহবিল গঠনের ব্যাপারে সবাই একমত হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১