ইসলামাবাদ: পাকিস্তান হাতফ-৭ নামে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। শুক্রবার পাকিস্তান সামরিক বাহিনী সূত্রে এ কথা জানা গেছে।
এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০০ কিলোমিটার। ফলে, এটি পাকিস্তানের মাটি থেকে ভারতের ভেতরে কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম।
তারা আরও জানায়, হাতফ-৭ অথবা বাবর ক্ষেপণাস্ত্র পরমাণু এবং সাধারণ অস্ত্র বহনে সক্ষম।
পাকিস্তান সেনা বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান খালিদ শামীম ওয়াইনের উপস্থিতিতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই অর্জনের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী এবং প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১