লন্ডন: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলিরা লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফের সঙ্গে একটি অনানুষ্ঠানিক যোগাযোগ করেছেন।
শুক্রবার আইসিসি জানায়, মধ্যস্থতাকারীর মাধ্যমে সাইফ আল গাদ্দাফির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কৌঁসুলিরা সাইফের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আদালত সাইফকে এ বিষয়টি পরিষ্কারভাবে বলেছেন, ‘দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি নির্দোষ। ’
উল্লেখ্য, মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
লিবিয়ার সরকারে গাদ্দাফির সম্ভাব্য পরবর্তী উত্তরাধিকারী ছিলেন সাইফ। গত কয়েক মাস ধরে তিনি পালিয়ে আছেন।
বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, গাদ্দাফির পরিবার পরিজনসহ একটি গাড়ি বহরে করে তিনি নাইজারে পালিয়ে গেছেন।
আইসিসির কৌঁসুলি লুইস মরেনো ওকাম্পো এক বিবৃতিতে জানান, আইসিসি সাইফকে বিচারের মুখোমুখি করতে চায়। ওকাম্পোর এজলাশ থেকেই গত জুনে সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তিনি বলেন, ‘কৌঁসুলিদের পক্ষ থেকে তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, তিনি আইসিসিতে আত্মসমর্পণ করলে আদালতে কথা বলার অধিকার পাবেন। দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ। আর এ ব্যাপারে বিচারকরাই সিদ্ধান্ত নেবেন। ’
উল্লেখ্য, গত সপ্তাহের বৃহস্পতিবার বিদ্রোহীদের হাতে গাদ্দাফি নিহত হন। এরপর নাইজারে আশ্রিত সাইফ মধ্যস্থতাকারীর মাধ্যমে সমঝোতার প্রস্তাব দেন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১