ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মানবাধিকার পর্যবেক্ষণ প্রস্তাবে কমনওয়েলথ নেতারা বিভক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, অক্টোবর ২৮, ২০১১
মানবাধিকার পর্যবেক্ষণ প্রস্তাবে কমনওয়েলথ নেতারা বিভক্ত

পার্থ, অস্ট্রেলিয়া: সদস্য দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক নীতির লঙ্ঘন নিয়ন্ত্রণ এবং মানবাধিকার পর্যবেক্ষণ প্রস্তাবে কমনওয়েলথ নেতারা বিভক্ত হয়ে পড়েছেন।

শুক্রবার সম্মেলনের প্রথম দিনে সদস্য দেশে গণতন্ত্র চর্চা ও মানবাধিকার পরিস্থিতির আরও ভাল পর্যবেক্ষণের ব্যাপারে একটি প্রস্তাব তোলা হয়।

কিন্তু প্রস্তাবটি নিয়ে নেতারা নানা মতে বিভক্ত হয়ে পড়েন।

৫৪ সদস্যের এই সংগঠনটির অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী দিনের বৈঠকে দুটি প্রতিবেদন তুলে ধরা হয়।

এর মধ্যে একটি প্রস্তাব আসে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত কমনওয়েলথ মিনিস্টারিয়াল অ্যাকশন গ্রুপের পক্ষ থেকে। তাদের প্রস্তাবটি ব্যাপকভাবে সমর্থন পায়।

দ্বিতীয় প্রস্তবটি করে ‘বিশিষ্ট ব্যক্তিদের’ নিয়ে গঠিত প্যানেল। এই প্রস্তাবটিতে বিভক্ত হয়ে গেছেন নেতারা। প্রস্তাবটি নিয়ে আগামী শনিবার বিতর্ক হবে।

ওই উপদেষ্টা প্যানেলটি তাদের প্রস্তাবে ১০৬টি সুপারিশ তুলে ধরেছেন। এর মধ্যে একটি কমনওয়েলথ দাতব্য প্রতিষ্ঠা এবং সদস্য দেশে গণতন্ত্র চর্চা, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একজন করে কমিশনার নিয়োগের প্রস্তাব অন্তর্ভূক্ত রয়েছে।

মানবাধিকার লংঘন করছে এমন  সদস্য দেশে নিযোগকৃত কমিশনাররা করণীয় বিষয়েও সুপারিশ করতে পারবেন।

কানাডা এবং ব্রিটেন এই প্রস্তাবটিতে জোরালো সমর্থন জানিয়েছে। তবে ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলো, আফ্রিকার দেশ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো ওই প্রস্তাবের কিছু প্রধান সুপারিশের ব্যাপারে আপত্তি জানিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার শুক্রবার সভা শেষে ওই প্রস্তাব সম্পর্কে বলেন, কমনওয়েলথকে আধুনিকীকরণের জন্য এই প্রস্তাবের সুপারিশগুলোর প্রয়োজন আছে বলে তিনি মনে করেন।

মিনিস্টারিয়াল গ্রুপের প্রস্তাবটিতে ছিল, সংগঠনের মূলনীতির ব্যত্যয় ঘটানোর বিরুদ্ধে কমনওয়েলথ কী ধরনের ব্যবস্থা নিতে পারে সেই সংক্রান্ত সুপারিশ।

ওই প্রস্তাবে বলা হয়, ভবিষ্যতে অ্যাকশন গ্রুপ রাজনৈতিক মূল্যবোধের একটি সংরক্ষক হিসেবে কাজ করবে। এই ধরনের প্রস্তাব অবশ্য ১৯৯১ সালে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে হারারে ডিক্লারেশনেও উল্লেখ করা হয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার অস্ট্রেলিয়ার পার্থে কমনওয়েলথের দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। এদিন সকালে সম্মেলন উদ্বোধন করেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।