তিউনিস: তিউনিসিয়ার রাজনীতিতে নারীর ভূমিকা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন বিজয়ী এন্নাহদার নেতা রশীদ ঘানুচি।
গণআন্দোলনে একনায়ক নিপীড়ক জয়নাল আবেদিন বেন আলির পতনের পর সম্প্রতি সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে প্রথম সোপান পার হল দেশটি।
নির্বাচনে বিপুল ব্যাবধানে বিজয়ী হয়েছে দেশটির ইসলামপন্থী দল এন্নাহদা। ধর্মনিরপেক্ষ দলের শোচণীয় পরাজয় এবং একটি ইসলামপন্থী দলের বিজয়ে অনেকে তিউনিসিয়ার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে নারী অধিকার নিয়ে উদ্বেগ বেশি।
এর প্রেক্ষিতেই শুক্রবার এন্নাহদার প্রধান রশীদ ঘানুচি সবাইকে আশ্বস্ত করলেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অবশ্য এই নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রশংসা করেছেন।
এদিকে, শুক্রবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর সিদি বুজিদে সহিংস বিক্ষোভ হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা বিরোধী দলের কয়েকজন নেতাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলে কর্মী-সমর্থকরা বিক্ষোভ করে।
শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে ফাঁকাগুলি করে সেনা বাহিনী। তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১