সারাজেভো: বসনিয়ার রাজধানী সারাজেভোতে শুক্রবার যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে এক বন্দুকধারী গুলি চালিয়েছে।
একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, একটি কালাশনিকভ রাইফেলধারী এক ব্যক্তিকে পুলিশ ঘিরে ফেলে।
তবে ওই বন্দুকধারী বা অন্য কেউ আহত হয়েছেন কি না জানা যায়নি।
সারাজেভোতে মার্কিন দূতাবাসের মুখপাত্র সানজা পেজসিনোভিক দূতাবাসের সামনে একটি দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দূতাবাসের ভবনটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকাটি সিল করে দেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১