জেনেভা: প্রয়াত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির সন্তান সাঈফ আল ইসলাম গাদ্দাফি নিজেকে নির্দোষ দাবি করেছেন। শনিবার একজন আন্তর্জাতিক কৌঁশুলি একথা জানান।
আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁশুলি লুইস মরেনো অকাম্পো বলেন, ‘সাঈফ আল গাদ্দাফির সঙ্গে আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে। ’
গাদ্দাফিপুত্র সাঈফকে লিবিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করার দায়ে অভিযুক্ত করা হয়। ৩৯ বছর বয়সী সাঈফ প্রায় একমাস ধরে পলাতক রয়েছেন।
সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়, সাঈফ আল ইসলাম গাদ্দাফির মৃত্যুর পর তার নিজস্ব অনুগতদের নিয়ে লিবিয়ার পাশ্বর্বর্তী দেশ নাইজারে পালিয়ে গেছেন। সেখান থেকেই তিনি আইসিসি’র সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে। কিন্তু সাঈফ আল গাদ্দাফি যে নাইজারে আছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ আইসিসি নিজেও সাঈফের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয়।
অকাম্পো আরও বলেন, ‘সাঈফের সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। তার পরিচিত কিছু মানুষের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি, যার মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে সে আমাদের পক্ষের। ’
তিনি আরও বলেন, ‘সাইফের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নির্দোষ প্রমাণে তিনি যথেষ্ট প্রমাণ দিতে পারবেন। ’
তবে অকাম্পো সাঈফের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বলেন, ‘সাঈফ আন্তর্জাতিক আদালতের সঙ্গে কথা বলার মাঝখান থেকে বিভিন্ন ভাড়াটে যোদ্ধাদের সহায়তায় তার বন্ধুভাবাপন্ন দেশে পালিয়ে যেতে পারে। ’
গত জুনমাসে আইসিসি সাঈফ গাদ্দাফির বিরুদ্ধে হত্যা এবং অত্যাচারের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেসময় যদিও সাঈফ গাদ্দাফি আইসিসি’র সকল অভিযোগ অস্বীকার করে আইসিসিকে পশ্চিমাদের পদলেহী সংগঠন বলে আখ্যা দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১