ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইউনেস্কোয় অর্থ দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, নভেম্বর ১, ২০১১
ইউনেস্কোয় অর্থ দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র সোমবার জানিয়েছে, ফিলিস্তিনিকে ইউনেস্কোর (জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা)   পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রতিবাদে দেশটি ওই অঙ্গ সংস্থাটিতে আর কোন ধরণের অর্থ সহায়তা দেবেনা।

 যুক্তরাষ্ট্র  স্বীকার করেছে আগামী দুই বছরে ইউনেস্কোর তহবিলে অর্থ না দেওয়ার কারণে এবং সংস্থাটিতে ভোট দিতে না পারার কারণে দেশটি তার আন্তর্জাতিক প্রভাব হারাতে পারে।



মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের  জানান, ‘নভেম্বরে ইউনেস্কোর তহবিলে আমাদের ৬০ মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল। আমরা আর ওই অর্থ দিচ্ছিনা। ’

নুল্যান্ড বলেন, ‘ফিলিস্তিনকে ইউনেস্কার পূর্ণ সদস্যপদ দেওয়ার ফলে আইনগত প্রতিবন্ধকতার কারণে যুক্তরাষ্ট্র ওই সংস্থাটিতে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে বাধ্য। ’

 ইসরায়েলের শীর্ষ মিত্র হলো  যুক্তরাষ্ট্র। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিলে যুক্তরাষ্ট্র ১৯৯০ সাল থেকে ওই সংস্থায় অর্থ দেওয়া নিষিদ্ধ করে। যুক্তরাষ্ট্র ইউনেস্কোর বার্ষিক বাজেটের ২২ভাগ অর্থ দিয়ে থাকে।

ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে নুল্যান্ড বলেন, ‘এটা একটা অপরিপক্ক সিদ্ধান্ত এবং এটা ফিলিস্তিনের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়াকে হেয় করেছে।

গত রোববার ইউনেস্কোর ১০৭ টি দেশ ফিলিস্তিনকে সংস্থাটির পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে সুপারিশ করে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।