ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে তেলের দাম বৃদ্ধি: বাজারে হস্তক্ষেপ করবে না সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, নভেম্বর ৪, ২০১১
ভারতে তেলের দাম বৃদ্ধি: বাজারে হস্তক্ষেপ করবে না সরকার

কলকাতা: ভারতের তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে ব্যাপারে প্রধানমন্ত্রী মনমোহন সিং শুক্রবার বলেছেন, বাজার তার নিজের গতিতেই পণ্যের দাম নির্ধারণ করবে। একে নিয়ন্ত্রণ করার কোনও পদক্ষেপ সরকার নেবে না।



ভারতে তেলের মূল্য বৃদ্ধিতে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার ব্যাপারে ফ্রান্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী মনমোহন সিং জি -২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বর্তমানে ফ্রান্সের কান শহরে অবস্থান করছেন।

পেট্রোলের ওপর থেকে সরকারি ভর্তুকি কর্তনের প্রসঙ্গে মনমোহন বলেন, বাস্তবতাকে অস্বীকার করে আমরা চলতে পারব  না। আমাদের বুঝতে হবে, টাকা গাছে ধরে না।

এদিকে, ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার না করলে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতায় শুক্রবার দুপুরে এই প্রসঙ্গে দলের সিনিয়র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে মমতা সাংবাদিকদের জানান, তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে কেন্দ্রীয় সরকার তার দলের সঙ্গে কোনও আলোচনা করেনি ।

তিনি বলেন, সাধারণ মানুষকে দুর্দশায় ফেলবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে তার দলের সঙ্গে আলোচনা না করার কারণে দলীয় সংসদ সদস্যরা জোট থেকে বেরিয়ে আসার পক্ষে মত দিয়েছেন।

জনগণকে রক্ষা করার জন্য তার এমপিদের এই পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই বলে উল্লেখ করেন মমতা।

তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মহমোহন সিংয়ের সঙ্গে আলোচনার পরই জোট ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

বিদেশ সফররত প্রধানমন্ত্রীর আগামী শনিবার ফ্রান্স থেকে দেশে ফেরার কথা।

এদিকে ইউপিএ জোটের অপর দুই শরীক এনসিপি এবং ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স মমতার সঙ্গে একমত পোষণ করেছে। তারা তেলের মূল্য বৃদ্ধির এই সরকারি সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি জানিয়েছে।

প্রধান শাসক দল কংগ্রেসও মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্তে অন্য দলগুলোর উদ্বেগের সঙ্গে একমত।

লোকসভার ১৮জন সদস্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় ইউপিএ সরকারের একজন গুরুত্বপূর্ণ অংশীদার।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।