ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, নভেম্বর ৬, ২০১১
আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান সেনাবাহিনী

ইস্তামবুল: পাকিস্তান সেনাবাহিনী প্রশিক্ষণ দেবে আফগান সেনাবাহিনীকে। রোববার আফগান কর্তৃপক্ষের পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে।



রোববার তুরস্কের ইস্তামবুলে পাকিস্তান,আফগানিস্তান এবং তুরস্কের মধ্যে ত্বি-পাক্ষিক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আর এ বিষয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে বলেও জানায় আফগান কর্তৃপক্ষ।

একটি ব্রিটিশ টেলিভিশনকে এই চুক্তির ব্যাপারে বিস্তারিত জানায় আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আফগান কর্তৃপক্ষ আরও জানায়, ওই চুক্তির ফলে এখন থেকে এই তিন দেশ একসঙ্গে সামরিক অনুশীলনে অংশ নেবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহেমিনা জানুজা ইতোমধ্যেই এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।

কণফারেন্স থেকে তেহেমিনা জানান, ‘মোট দুইটি চুক্তি সাক্ষরিত হয়েছে। এরমধ্যে একটি হলো তিন দেশের সেনাবহিনীর সম্মিলিত প্রশিক্ষন এবং অনুশীলন। অণ্যটি হলো বিশেষ করে আফগান পুলিশ বাহিনীকে প্রশিক্ষণের ব্যাপারে। ’

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।