এথেন্স: গ্রিসের নতুন জোট সরকার গঠনের পরেই পদত্যাগ করবেন বলে আশা করছেন প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু। গ্রিসের একটি গণমাধ্যমের বরাত দিয়ে পাপান্দ্রুর প্যাসক পার্টির একজন মুখপাত্র রোববার এতথ্য জানিয়েছেন।
ওই মুখপাত্র আরও জানান, ‘রোববারের মন্ত্রীসভাই পাপান্দ্রুর প্রধানমন্ত্রী হিসেবে শেষ মন্ত্রীসভায় উপস্থিত থাকা। এই সভায় সোমবারের ইউরো গ্রুপ মিটিং নিয়ে আলোচনা হবে। মিটিংয়ে গ্রিসের প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী ইভানগেলোস ভেইনজেলোস। ’
প্রধানমন্ত্রী পদের জন্য পেট্রোস মলিভিয়াতিস এবং লুকাস পাপাইমসের নাম শোনা যাচ্ছে। এই নতুন জোট সরকারের মেয়াদ হবে পরবর্তী চারমাস এবং আগামী বসন্ত আসার আগেই অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১১