তেহরান: ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে শনিবার ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ইরান কর্তৃপক্ষ।
ঘটনাস্থলের পাশ্বর্বর্তী ঘর-বাড়ির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে।
দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স বিস্ফোরণে কয়েকজন মারা যাওয়ার খবর দিয়েছে। তবে হতাহাতের সঠিক সংখ্যা জানা যায়নি।
বার্তা সংস্থাটি আরও জানায়, রেভল্যুশনারি গার্ডের সামরিক ঘাঁটিতেই ওই বিস্ফোরণটি ঘটেছে। রিপোর্টে আরও বলা হয়, সামরিক ঘাঁটির অস্ত্রগুদামে ওই বিস্ফোরণটি হয়।
তেহরান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১