নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক স্ট্যাচু অব লিবার্টির ১২৫তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার স্বদেশের পতাকা আর জাতীয় সঙ্গীতে মুখরিত হয়ে উঠেছিল স্ট্যাচু অব লিবার্টি চত্বর।
লিবার্টি আইসল্যান্ডে জন্মদিন পালনকালে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী কেন সালাজার বলেন, ‘আমরা আমাদের জনগণকে ধারন করি। ’
যুক্তরাষ্ট্রে সদ্য নাগরিকত্ব পাওয়া ৪৬টি দেশের ১২৫জন নাগরিক এসময় শপথ গ্রহন করেন।
জন্মদিন উৎসবে প্রায় ১২ মিনিট ধরে জমকালো আলোকসজ্জা এবং সঙ্গীতের আয়োজন করা হয়।
নাগরিকত্বের সনদ পাওয়া পল কুরি বলেন, ‘যদি আপনি এদেশে থাকেন তাহলে আপনি এদেশের রাজনীতির ভেতরেও থাকবেন। আর তাই যদি না হয় তাহলে আপনি একজন বহিরাগত। ’
প্রায় ১১ বছর আগে জার্মানি থেকে আসা সিলভিয়া হজ বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রকে ধারন করি। একই সঙ্গে আমি ভোট দিতে চাই আমার অধিকারের প্রশ্নে। ’
১৮৮৬ সালের অক্টোবরের ২৮ তারিখ তৎকালীন ফ্রান্স সরকার প্রধান গ্লোভার সেভেল্যান্ড যুক্তরাষ্ট্র বরাবর বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই ব্রোনজে খোদিত মুর্তিটি উপহার দেয়।
উৎসব থেকে নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, ‘যদি বিশ্বের কোনো পরিবার তাদের স্বাধীনতা চায় তাহলে তাদের এখানে আসতে হবে। এখানে স্বাধীনতা আছে কথা বলার, স্বাধীনতা আছে পছন্দ মতো জীবন ধারন করার। ’
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১