ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কাবুলে ন্যাটোর গাড়িবহরে হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, অক্টোবর ২৯, ২০১১
কাবুলে ন্যাটোর গাড়িবহরে হামলা, নিহত ৪

কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার ন্যাটোর গাড়ি বহরে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে চার জন নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন জন বেসামরিক লোক এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।



অপরদিকে ন্যাটোর একজন মুখপাত্র জানিয়েছেন, ওই হামলায় নিহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

আত্মঘাতী হামলাটি হয়েছে রাজধানী শহরের পশ্চিমে দারুলআমান এলাকায়।

এদিন অপর এক হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ন্যাটোর দু’জন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এক বন্দুকধারী আফগান সেনাবাহিনীর পোশাকে সেনাদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে ন্যাটো।

ন্যাটো জানিয়েছে, ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে এর বেশি কিছু জানাতে তারা রাজি হয়নি।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।