রামাল্লা: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন ইহুদী বসতিস্থাপনের কারণে সরাসরি শান্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল দায়ী থাকবে।
রোববার ফিলিস্তিনের সরকারি টেলিভিশনে এক সাক্ষাৎকারে আব্বাস এসব কথা বলেন।
মাহমুদ আব্বাস বক্তব্যে বলেন, ‘পুনরায় আলোচনা শুরুর আগে আমি যুক্তরাষ্ট্রসহ সব পক্ষকে বলবো, ইসরায়েল যদি ১৯৬৭ সালে দখল করা ফিলিস্তিনের ভূখন্ডে বসতি স্থাপন কার্যক্রম অব্যাহত রাখে তবে আলোচনা ব্যর্থ হওয়ার দায় ইসরায়েল সরকারকে নিতে হবে। ’
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে আগামী ২ সেপ্টেম্বর ওয়াশিংটনে সরাসরি শান্তি আলোচনা শুরু হচ্ছে। গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা পর ২০ মাস আগে শান্তি আলোচনা ভেঙ্গে যায়।
আব্বাস আরও বলেন, ‘আমরা আশা করি ইসরায়েল দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে ও দখলদারীত্বের অবসান ঘটাবে। তারা ফিলিস্তিন ও ইসরায়েলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। ’
তিনি জোর দিয়ে বলেন,‘অবৈধ বসতি স্থাপন বিষয়ে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০