কোপিয়াপো: চিলিতে খনির ভেতরে আটকে পড়া ৩৩ জন শ্রমিক তাদের ভালোবাসার মানুষের সঙ্গে প্রথম বারের মতো কথা বলেছেন।
জেসিকা চিলির স্বামী দারিও সেগোভিয়া আটকে রয়েছেন ওই খনিতে।
স্বজনদের সঙ্গে কথা বলার জন্য গত ৫ আগস্ট থেকে বন্দী প্রত্যেক খনিশ্রমিককে এক মিনিট করে সময় বরাদ্দ দেওয়া হয়। শ্রমিকদের স্ত্রী, বাবা-মায়েরা সার বেঁধে অপো করছিলো তাদের সন্তানদের সঙ্গে কথা বলার জন্য। রেডিও-টেলিফোনের সহায়তায় এই কথা বলার ব্যবস্থা করা হয়।
ছেলে ড্যানিয়েল হেরেরো’র সঙ্গে কথা বলার পর তাঁর মা অ্যালিসিয়া ক্যাম্পোস বলেন, “আমি একদম ভেঙে পড়িনি। তাকে বলেছি, খোকা, আমাদের দেখা হবে। ” তিনি আরও বলেন, “তাঁর গলার স্বর আগের মতোই রয়েছে। সে ভালো নেই, তবে খারাপও নেই। ” এর আগে খনিশ্রমিকদের লিখিত চিঠি ও ভিডিওচিত্র প্রকাশ করা হয়।
পরিবার ও সংবাদমাধ্যমের আড়ালে চিলির প্রকৌশলীরা ৭০০ মিটারেরও বেশি দীর্ঘ একটি ছিদ্রপথ খোঁড়ার জন্য শক্তিশালী ড্রিল মেশিন স্থাপন করেছেন। ওই ছিদ্র দিয়েই খনিশ্রমিকদের বের করা হবে।
চিলির খনি লরেন্স গোল্ডবোর্ন জানান, শ্রমিকদের বের করার জন্য ছিদ্র তৈরির কাজ সোমবার শুরু হবে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২২৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০