মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরপশ্চিমাঞ্চলের তভের এলাকায় সোমবার অবসরপ্রাপ্তদের একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত ও একজন আহত হয়।
জরুরী বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার উদৃতি দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা হতাহতের এই তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ঘরের যে কক্ষে আগুন লেগেছিল সেটি সম্পূর্ণ পুরে গেছে। ওই কক্ষ থেকে নয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ভাইসনি ভোলোচেওক শহরের অবসরপ্রাপ্তদের ভবনে রাত ১টা ৫ মিনিটে আগুন লাগে বলে কর্মকর্তা জানিয়েছেন।
খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা রাত দেড়টার দিকে দ্রুত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর, ওই বাড়ি থেকে ৪৮০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০