কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার ন্যাটোর গাড়ি বহরে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা নিহতদের জাতীয়তা নিশ্চিত করেছেন।
এর আগে আফগান কর্মকর্তারা জানিয়েছিলেন, নিহতদের মধ্যে তিন জন বেসামরিক লোক এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
অপরদিকে ন্যাটোর একজন মুখপাত্র জানিয়েছিলেন, ওই হামলায় নিহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।
আত্মঘাতী হামলাটি হয়েছে রাজধানী শহরের পশ্চিমে দারুলআমান এলাকায়।
তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
এদিন অপর এক হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ন্যাটোর দু’জন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এক বন্দুকধারী আফগান সেনাবাহিনীর পোশাকে সেনাদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে ন্যাটো।
ন্যাটো জানিয়েছে, ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে এর বেশি কিছু জানাতে তারা রাজি হয়নি।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১