ঢাকা: সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ কঠোর ভাষায় আমেরিকার সমালোচনা করে বলেছেন, মার্কিনীরা তাদের নিরাপত্তা নিয়ে আজও মাত্রাতিরিক্ত উদ্বিগ্ন এবং তারা কাউকেও বিশ্বাস করেন না।
তিনি বলেন, সোভিয়েত থেকে এক ঝাঁক ঘু ঘু শীতে যখন আমেরিকার দিকে স্বভাবগত কারণে স্থান পরিবর্তন করে, তখন আমেরিকা মনে করে যে, বোমারু বিমান আসছে।
৮০ বছর বয়সী মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়ন ভাঙার কারিগর। বার্তা সংস্থা এনা জানায়, তিনি যুক্তরাষ্ট্রকে সামরিক সুপিরিয়রিটি বা মোড়লীপনা না করার প্রতিশ্রুতি ভাঙার জন্য ভর্ৎসনা করেন। তিনি বলেন, সামরিক শিল্প কমপ্লেক্সের ওপর ভিত্তি করে যে অর্থনীতি তা দুর্বলতার নামান্তর।
মিখাইল গর্বাচেভ পেনসিলভেনিয়ার ইস্টনে লাফায়াত কলেজে শুক্রবার গ্লোবাল স্টাডি সেন্টার উদ্বোধনে ভাষণ দেন। ৯০ মিনিট স্থায়ী ভাষণে তিনি সামরিক শিল্পের বিকাশের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিশ্বের সামরিক সরঞ্জামের ৭৫ শতাংশ যুক্তরাষ্ট্রে তৈরি হয়।
গর্বাচেভ বলেন, ‘আমেরিকায় এই বিষয়ে আস্থার পরিবর্তন হতে চলেছে। তবে আজও আমার আমেরিকান বন্ধুরা এ নিয়ে মাত্রাতিরিক্ত ভাবনায় থাকে। ’
গর্বাচেভ তিন হাজার ৬০০ লোকের সমাবেশে গর্বাচেভকে লাফায়াত প্রেসিডেন্ট ডানিয়েল এইচ ওয়েইজ পরিচয় করিয়ে দেন।
গর্বাচেভ বলেন, সারা বিশ্বের প্রত্যেক সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষেরা অভ্যুত্থান ঘটাচ্ছে। তিনি বলেন, ‘আমি গণতান্ত্রিক প্রতিবাদকে স্বাগত জানাব। ’
তিনি ওয়াল স্ট্রিটে প্রতিবাদকে বর্তমান বিশ্ব প্রতিক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ মনে করেন। তিনি প্রশ্ন রাখেন, কেন তাদের শাসকের ভুলের জন্য জনগণকে জবাবদিহি করতে হবে?
গর্বাচেভ বলেন, যদিও বিগত ৩০ বছর ধরে গাদ্দাফির শাসন সমালোচিত। তথাপি লিবিয়ায় বিরুদ্ধে যে বোমা ও মিসাইল ব্যবহৃত হয়েছে তাতে মনে হয় দেশটি যেন কোনো এক ভয়ানক শত্রু। কিন্তু তা কোনভাবেই গণতন্ত্র নয়।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১