ইটানগর: ভারতের উত্তর-পূর্ব রাজ্য অরুণাচলে একটি ব্রিজ ভেঙে ৬ জনের প্রাণহানি এবং ২৫জন নিখোঁজ হওয়ার ঘঠনা ঘটেছে।
সর্বশেষ ৩০বছর বয়স্কা এক মহিলার লাশ উদ্ধারের মাধ্যমে মৃত্যুর সংখ্যা ৬-এ দাঁড়িয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে রাজ্যের পূর্ব কামেং জেলার সেপ্পাতে কামেং নদীর ওপর ওই ব্রিজ ভেঙে যায়|
পুলিশ সুপার কাইম আয়া জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামরে লোকেরা ওই ব্রিজের ওপর দিয়ে পাড় হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
সম্পূর্ণ ব্রিজটি ভেঙে নদীতে পড়ে গেছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, দু্ই জন লোক সাঁতরে তীরে উঠতে পেরেছেন। আরও কমপক্ষে ৫০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলে জানান আয়া।
তিনি জানান, সিআরপিএফ, আইটিবিপি ও ডিস্ট্রিক্ট পুলিশ উদ্ধার কাজে অংশ নিয়েছে। এরইমধ্যে ৫জনের লাশ উদ্ধার করা হয়েছে।
একজন কর্মকর্তা জানান, এখনও ২৫জন নিখোঁজ রয়েছে।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১