হোমস: সিরিয়ার পশ্চিমের শহর হোমসে ভয়াবহ হামলা চালিয়েছে সরকারি বাহিনী। শনিবারের এ হমালায় সরকারি বাহিনী যুদ্ধ বিমান, ট্যাংক, গ্রেনেড এবং মেশিনগান ব্যবহার করেছে।
স্থানীয় সমন্বয় কমিটির মতে, ‘শুধুমাত্র হোমসেই মারা গেছে ১১জন বেসামরিক মানুষ। এছাড়াও হামাতে মারা গিয়েছে চার জন, হাসাকা,দারা, ইদলিব, কেসেক, জাবদানি, দেইর এজোরে একজন করে মারা গেছে। ’
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদেল রাহমান বলেন, ‘সিরিয়ার সরকারি বাহিনী এবং বিক্ষোভরত জনতার মধ্যে সংঘর্ষ চুড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ’
বিক্ষোভরত একজন একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘সেনাবহিনী হোমসের পাশ্বর্বর্তী অঞ্চল বাব আমেরে ট্যাংক জড়ো করেছে। যেকোনো মুহূর্তেই তারা আক্রমন চালাতে পারে। সকাল নয়টার দিকে আকাশে যুদ্ধবিমান মহড়া দিতে দেখা গেছে। এর কিছুক্ষণ পরেই ট্যাংক থেকে হোমসে গোলাবর্ষণ শুরু হয়। ’
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট পশ্চিমা দেশগুলোকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা দেশগুলো হস্তক্ষেপ করলে সিরিয়া আফগানিস্তান হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১