রিয়াদ: সৌদি সরকার এক নারী আল কায়েদা সদস্যকে ১৫ বছরের জেল দিয়েছে। কোনো সৌদি নারী এই প্রথম জিহাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে সৌদি আরবে অভিযুক্ত হলেন।
সৌদি বার্তা সংস্থা জানায়, ‘একজন সৌদি নারীকে জিহাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ১৫ বছরের জেল দেওয়া হয়েছে। একই সঙ্গে সাজা শেষ হওয়ার পরও তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। ’
তবে অভিযুক্ত নারীর নাম এখনও জানা যায়নি এবং বার্তা সংস্থাটিও অভিযুক্তের পরিবারের অনুরোধে নাম প্রকাশ করেনি। অভিযুক্ত ওই নারীর বিচার কাজ শুরু হয় জুলাই মাসের ৩১ তারিখ।
ওই বার্তা সংস্থা আরও জানায়, ‘সৌদি সরকারের জন্য হুমকিস্বরুপ এমন অনেককেই ওই নারী আশ্রয় দিতো। এছাড়াও তিনি প্রায় দুই লাখ ৬৭ হাজার রিয়াল পাঠিয়েছেন আল কায়েদার কাছে। পাশ্বর্বর্তী দেশগুলোয় সক্রিয় আল কায়েদা নেটওয়ার্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। ’
গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে দুইটি পিস্তল পাওয়া যায় বলেও ওই বার্তা সংস্থা জানায়।
ধারনা করা হচ্ছে ২০১০ সালে সৌদি আরব থেকে একজন শীর্ষস্থানীয় নেতাকে অপহরণ করার পেছনেও ছিলেন ওই নারী।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১