দামেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পশ্চিমা হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমারা তার দেশের ব্যাপারে হস্তক্ষেপ করলে ‘ভূমিকম্প’ হবে।
একটি ব্রিটিশ পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে আসাদ বলেন, পশ্চিমা হস্তক্ষেপ সিরিয়াকে আর একটি আফগানিস্তানে পরিণত করবে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বেসামরিক লোজনের ওপর হামলা বন্ধের জন্য নতুন করে আহবান জানানোর পর আসাদ এই মন্তব্য করলেন।
এদিকে, দুই পক্ষের বক্তব্য থেকে জানা গেছে, শনিবার দেশটিতে বেসামরিক ব্যক্তি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়। বিক্ষোভকারীরা জানান, সিরিয়ার হোমস শহরে ট্যাংক প্রবেশ করলে কমপক্ষে ২১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়।
সরকার জানায়, শুক্রবার হোমস শহরে কমপক্ষে ২০ জন সেনা এবং ইদলিব প্রদেশে সেনাদের বাস লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হলে ১০ জন সেনা নিহত হয়।
জাতিসংঘ এক প্রতিবেদনে জানায়, সিরিয়াতে মার্চে গণতন্ত্রবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত তিন হাজারের ও বেশি লোক প্রাণ হারিয়েছে। লন্ডন ভিত্তিক ওই পত্রিকায় আসাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘পশ্চিমাদেশগুলো অযাচিতভাবে শক্তি প্রয়োগ করে আসছে। সিরিয়া এই অঞ্চলের কেন্দ্র। তার (সিরিয়া) দোষ খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। আপনি যদি এই মাটিতে খেলতে চান। আপনি ভূমিকম্পে সৃষ্টি করবেন। সিরিয়াতে আগুন জ্বললে পুরো অঞ্চলে তার শিখা ছড়িয়ে পড়বে। সিরিয়াকে যদি বিভক্ত করার চেষ্টা করা হয়,তাহলে তা পুরো অঞ্চলকেই বিভক্ত করার সামিল। ’
এক প্রশ্নের জবাবে আসাদ স্বীকার করেন,বিক্ষোভের শুরুর দিকে তার নিরাপত্তা বাহিনী অনেক ভুল করেছে। কিন্তু ওই পত্রিকা জানায়, আসাদ জোর দিয়ে বলেন, ‘এখন শুধু সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ’
প্রেসিডেন্ট আসাদ এই গণঅভ্যুত্থানকে ইসলামপন্থী এবং আরব জাতীয়তাবাদীদের মধ্যে সংগ্রাম বলে বর্ণনা করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১
আন্তর্জাতিক ডেস্ক