তিউনিস: তিউনিশিয়ার নির্বাচনে জয়ী পার্টি এন্নাহদা আগামী দশ দিনের মধ্যেই জোট সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়েছে। এন্নাহদার সাধারণ সম্পাদক হামাদি জেবেলি এ ঘোষণা দিয়েছেন।
৬২ বছর বয়সী হামাদি জেবেলি পেশায় একজন প্রকৌশলী এবং একজন সাবেক সাংবাদিক। একইসঙ্গে তিনি এন্নাহদার সহকারী প্রতিষ্ঠাতা সদস্য। ধারনা করা হচ্ছে, তিনি হতে পারেন নতুন করে গঠিত মন্ত্রীসভার প্রধানমন্ত্রী।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জেবেলি বলেন, ‘আমরা দ্রুতই নতুন সরকার গঠন করবো। আগামী দশ দিনের মধ্যেই সরকার গঠন করা হবে। ’
এদিকে এন্নাহদার প্রধান রশিদ ঘানুচ্চি নির্বাচনে দাড়াননি এবং তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই বলেও তিনি জানান। তবে তিনি জানান, তিউনিশিয়াকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখার চেয়ে বহুদলীয় গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতেই তিনি পছন্দ করবেন।
ঘানুচ্ছি আরও বলেন, ‘এন্নাহদা আগামী এক বছরের মধ্যেই নতুন সংবিধান লেখার কাজ শেষ করবে। একটি সাধারণ ঐক্যের ভিত্তিতে সকলকে নিয়ে এই সংবিধান রচনা করা হবে। ’
সাবেক বেন আলীর শাসনামলে এন্নাহদা ছিল একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন। তবে তিউনিশিয়ার গণজাগরনে বেন আলী সরকারের পতনের পর অবারও আলোচনার কেন্দ্রে চলে আসে তৎকালীন নিষিদ্ধ ঘোষিত এন্নাহদা।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১