সিডনি: অস্ট্রেলিয়ার বেসরকারি বিমান কোম্পানি কান্তাসের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন কোম্পানিটির পাইলটরা।
শ্রমিক ধর্মঘটের মুখে গত শনিবার কোম্পানির সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়।
পাইলটদের দাবি, কান্তাসের প্রধান নির্বাহী অ্যালান জয়েসের কোম্পানির সব ফ্লাইট বন্ধ করার ঘোষণা অবৈধ।
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে কোম্পানির ব্যবস্থাপকদের সঙ্গে পাইলটরা বৈঠক করেছেন। কিন্তু তারা এখনও কাজে ফেরেননি। এমনকি ধর্মঘটি কুলি, প্রকৌশলীসহ অন্য কর্মীরা্ও কাজে যোগ দেনেনি।
তবে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক পাইলট সমিতির (এআইপিএ) ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন রিচার্ড উডওয়ার্ড বলেছেন, ধর্মঘট চললেও কাজ বন্ধ রাখার কোন পরিকল্পনা তাদের ছিল না।
কোম্পারি কার্যক্রম বন্ধের জন্য প্রধান নির্বাহী অ্যালান জয়েসকেই দায়ী করেছেন উডওয়ার্ড। এছাড়া, জয়েসের ঘোষণার বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের লিগ্যাল টিম পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা মনে করি, জয়েসের সিদ্ধান্ত বেআইনি। আমরা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছি। জয়েস ৭৩৭ জন পাইলটকে লক আউট করেছেন অথচ তারা কোন বেআইনি বা শৃঙ্খলা ভঙের মতো কাজে জড়িত ছিলেন না। ’
কান্তাসের কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন বেতন বৃদ্ধি এবং ব্যয় সংকোচণ পরিকল্পনার প্রতিবাদে গত সেপ্টেম্বর থেকেই ধর্মঘট করছে।
অস্ট্রেলিয়ার বড় বিমান কোম্পানিগুলোর মধ্যে কান্তাস একটি। এর ফ্লাইট বন্ধ থাকলে দেশটির অর্থনীতিতে প্রতি ঘণ্টায় কোটি ডলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
রোববার অস্ট্রেলিয়ার শিল্প-কারখানার নীতি নির্ধারকরা একটি জরুরি বৈঠক করেছেন। ক্যানবেরায় অনুষ্ঠিত ওই বৈঠকে তারা কান্তাসের ফ্লাইট বন্ধের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১