ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ৩০ ওয়ালস্ট্রিট বিরোধী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, অক্টোবর ৩০, ২০১১
যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ৩০ ওয়ালস্ট্রিট বিরোধী আটক

পোর্টল্যান্ড: যুক্তরাষ্ট্রের অরিগোন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ওয়ালস্ট্রিট বিরোধী ৩০ জন প্রতিবাদকারীকে আটক করেছে পুলিশ।

‘পোর্টল্যান্ড দখল কর’ আন্দোলনের নামে প্রতিবাদকারীরা একটি পার্ক ছাড়তে রাজি না হলে রোববার মাঝরাতে পুলিশ তাদের আটক করে।



অঙ্গরাজ্যের পার্ল জেলায় শনিবার বিক্ষোভ র‌্যালির পর এই আটকের ঘটনা ঘটল।

প্রতিবাদকারীরা শনিবার সন্ধ্যায় জ্যামিসন স্কয়ারে অবস্থান নেয়। মধ্যরাতে কারফিউ থাকলেও তারা স্কয়ার ছেড়ে যেতে রাজি হয়নি।

এরপর রাত ২টার দিকে পুলিশ সেখানে হানা দেয়। এ সময় প্রতিবাদকারীদের অনেকে পালিয়ে যায় কিন্তু গ্রুপের প্রধানদের মধ্যে ২৭-৩০ জন পার্কেই বসে থাকেন। তারা আটক হওয়ার জন্যই অপেক্ষা করছিলেন বলে প্রতিদকারীরা জানিয়েছেন।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের আলোকচিত্রী জানিয়েছেন, প্রতিবাদকারীদের হাতকড়া পরিয়ে টেনে হিচড়ে ভ্যানে উঠানো হয়। এ সময় তারা ‘আমরাই ৯৯%’ বলে স্লোগান দিতে থাকে। আটকের সময় কোন সহিংসতার ঘটনা ঘটেনি। প্রায় ৯০ মিনিটব্যাপী আটক অভিযান চলে বলে তিনি জানান।

আটকদের মধ্যে বেশিরভাগের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আটকের সময় হলোউইনের আদলে তাদের মুখ রাঙ্গানো ছিল।

পুলিশ জানিয়েছে, অনধিকার প্রবেশ, একজন পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হওয়া এবং শৃঙ্খলা ভঙের অপরাধে তাদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, পুঁজিবাদ, বেকারত্ব ও সরকারের দুর্নীতির প্রতিবাদের গত সেপ্টেম্বর থেকে বিশ্বব্যাপী বিক্ষোভ শুরু হয়েছে। প্রথম বিক্ষোভ শুরু হয় যুক্তরাষ্ট্রের পুঁজিবাদের মূল কেন্দ্র ওয়ালস্ট্রিট বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।