ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিরোধীদের সঙ্গে আলোচনায় আগ্রহী আসাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, অক্টোবর ৩১, ২০১১
বিরোধীদের সঙ্গে আলোচনায় আগ্রহী আসাদ

দামেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিক্ষোভরত বিরোধীদের সঙ্গে আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন।

রাশিয়ার একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ক্ষমতাকাঠামোর সঙ্গে রাজনৈতিক যোগসূত্র থাকা খুবই দরকার।

যারা ক্ষমতার পেছনে আছেন এবং যারা ক্ষমতাকাঠামোর মধ্যে আছেন সবার সঙ্গেই আলোচনা দরকার। আমরা বিশ্বাস করি তাদের সঙ্গে আলোচনা করা খুবই প্রয়োজনীয়। ’

তবে রোববার টেলিগ্রাফের সঙ্গে দেওয়া আরেক সাক্ষাতকারে আসাদ বলেন, ‘সিরিয়ার অভ্যন্তরীন বিষয়ে পশ্চিমারা হস্তক্ষেপ করলে দেশে ভূমিকম্প সৃষ্টি হবে। পুরো অঞ্চলকেই পুড়িয়ে দেওয়া হবে। ’

এদিকে সিরিয়ায় হামলা-নিপীড়নের কারণে আসাদের প্রতি অব্যাহতভাবে নিন্দা জ্ঞাপন করে আসছে জাতিসংঘ, আরব লীগসহ পশ্চিমা দেশগুলো।

আসাদ একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘পশ্চিমা দেশগুলো আমাদের ওপর প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে সত্য। কিন্তু সিরিয়া মিশর, তিউনিশিয়া, ইয়েমেন থেকে ভিন্ন। আমাদের ইতিহাস ভিন্ন। এখানকার রাজনীতিও সম্পূর্ন ভিন্ন। ’
 
তিনি আরও বলেন, ‘সিরিয়া এই অঞ্চলের কেন্দ্রস্থল। এখানে যদি কোনো ভুল হয় তাহলে পুরো অঞ্চলেই ভূমিকম্প সৃষ্টি হবে। আর যদি সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা করা হয় তাহলে এটা পুরো অঞ্চলেকেই বিভক্ত করে ফেলবে। ’

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।