সিডনি: ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যাওয়া অস্ট্রেলিয় বিমান কোম্পানি কান্তাসের সকল ফ্লাইট আবারও চালু হয়েছে। একটি স্বতন্ত্র ট্রাইব্যুনালের সঙ্গে ইউনিয়ন নেতাদের বিতর্কের অবসান ঘটলেই এই সিদ্ধান্ত কার্যকর হয়।
বিমান কোম্পানি কান্তাসকে সিভিল এ্যাভিয়েমন সেফটি অথরিটি (সিএএসএ) পুনরায় সকল ফ্লাইট চালু করার অনুমতি দিয়েছে বলেও জানায় কান্তাস।
শনিবার কান্তাসের সকল ফ্লাইট বন্ধ হয়ে যায়। আর এতে ক্ষতিগ্রস্থ হয় প্রায় ৭০ হাজার যাত্রী।
কান্তাস এক বিবৃতিতে জানায়, ‘কান্তাস যাত্রীদের সমস্যার জন্য আন্তরিকভাবে দু:খিত। সমস্যা নিরসণে কান্তাস দ্রুত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সবরুটে বিমান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। ’
কান্তাসের কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন বেতন বৃদ্ধি এবং ব্যয় সংকোচণ পরিকল্পনার প্রতিবাদে গত সেপ্টেম্বর থেকেই ধর্মঘট শুরু করে।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১