ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মা ডরোথি রডহ্যাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
ক্লিনটন পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘ডরোথি রডহ্যাম এক গৌরবময় এবং কর্মচঞ্চল জীবন অতিবাহিত করেছেন। তিনি সবার কাছে ছিলেন একজন বিশেষ বন্ধু, একজন মমতাময়ী মা এবং দাদী। ’
পারিবারিকভাবে তার অন্তেস্ট্রিক্রিয়া হবে। তবে কবে নাগাদ তার অন্তেস্ট্রিক্রিয়া অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।
ওয়াশিংটন ডিসি’তে নভেম্বরের ১ তারিখের মধ্যরাতে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১