ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মাকে হারালেন হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, নভেম্বর ১, ২০১১
মাকে হারালেন হিলারি ক্লিনটন

ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মা ডরোথি রডহ্যাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

ক্লিনটন পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘ডরোথি রডহ্যাম এক গৌরবময় এবং কর্মচঞ্চল জীবন অতিবাহিত করেছেন। তিনি সবার কাছে ছিলেন একজন বিশেষ বন্ধু, একজন মমতাময়ী মা এবং দাদী। ’

পারিবারিকভাবে তার অন্তেস্ট্রিক্রিয়া হবে। তবে কবে নাগাদ তার অন্তেস্ট্রিক্রিয়া অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।

ওয়াশিংটন ডিসি’তে নভেম্বরের ১ তারিখের মধ্যরাতে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।