ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পোলান্ডে চাকা ছাড়াই প্লেন অবতরণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, নভেম্বর ১, ২০১১
পোলান্ডে চাকা ছাড়াই প্লেন অবতরণ!

ওয়ারশঃ পোলান্ডের রাজধানী ওয়ারশতে মঙ্গলবার একটি বোয়িং ৭৬৭ প্লেন ২৩০ জন যাত্রীসহ বিমানবন্দরের রানওয়েতে চাকা ছাড়াই জরুরি অবতরণ করেছে।

নিউইয়র্ক থেকে আসা প্লেনটি অবতরণের আগে শহরকে ঘিরে চক্কর দেয় এবং এর জ্বালানি আকাশে পুড়িয়ে ফেলার পরে  ‘ল্যান্ডিং গিয়ার’ বা চাকা ছাড়াই রানওয়েতে অবতরণ করে।



পোল্যান্ডের এয়ারলাইনস লটের প্লেনটি বিমানবন্দরে অবতরণের আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এই ঘটনায় বিমানের কোনো আরোহী নিহত বা আহত হয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘন্টা,নভেম্বর ১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।