ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মহাশুন্যে মানুষবিহীন নভোযান পাঠিয়েছে চীন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৩, নভেম্বর ২, ২০১১

চীন : চীন মঙ্গলবার মহাশুন্যে মানুষবিহীন নভোযান পাঠিয়েছে। ‘শেনঝু-আট’ নামের এ নভোযান দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিকুয়ান থেকে উৎক্ষিপ্ত হয়েছে।



চীনের মহাশুন্য কর্মসূচির প্রধান চ্যাং ওয়ানকুয়ান এ উৎক্ষেপণকে সফল বলে দাবি করেছেন।

চীন প্রায় এক দশক ধরে পৃথিবীর কক্ষপথে মনুষ্যবাহী স্থায়ী নভোস্টেশন প্রতিষ্ঠার যে চেষ্টা চালিয়ে আসছে এই নভোযান উৎক্ষেপণ তারই অংশ।

‘শেনঝু-আট’ গত মাসে পাঠানো চীনের নভোযান ও পরীক্ষামূলক নভোস্টেশনের অংশ হিসেবে ব্যবহৃত ১টিয়াংগং-এক’-এর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে।

চীন আগামী বছর আরও দুটি নভোযান পাঠাবে এবং এর অন্তত একটিতে মানুষ থাকবে।

চীনা নভোচারী মহাশুন্যে এক মাস পর্যন্ত অবস্থান করবেন।

২০২০ থেকে ২০২২ সালের মধ্যে তিন পর্যায়ে প্রায় ৬০ টন ওজনের আসল মহাকাশ স্টেশন নির্মাণের আগে চীন মহাশুন্য স্টেশনের পরীক্ষামূলক অংশ নির্মাণের জন্য আরও দুটি নভোযান পাঠানোর পরিকল্পনা করছে।

মার্কিন বিরোধিতার কারণে বেইজিং ১৬ জাতির অংশগ্রহণে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যোগ দিতে ব্যর্থ হওয়ার পর নিজেই মহাকাশ স্টেশন নির্মাণের কর্মসূচি চালু করেছে।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।