চীন: চীনের তিব্বতের সাংস্কৃতিক পুরাকীর্তি সংস্কার ও সংরক্ষণে গত ১০ বছর ১০০ কোটিরও বেশি ইউয়ান ব্যয় করা হয়েছে।
প্রায় ৭ বছর ধরে তিনটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি সংরক্ষণ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
তিব্বত স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের সাংস্কৃতিক পুরাকীর্তি ব্যুরোর উপপ্রধান লিউ সিচুং এ তথ্য জানান।
তিনি জানান, ২০০২ সালে পোতালা প্রাসাদ, সাগিয়া মন্দির ও নোরবো লিনকাসহ তিনটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি সংস্কারে চীন সরকার ৩৮ কোটি ইউয়ান ব্যয় করে। এ প্রকল্পের কাজ ২০০৯ সালের আগস্ট মাসে সম্পন্ন হয়।
এছাড়া, ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত চাইবুং মন্দির ও নামসেলিং বাসভবনসহ ২২টি পুরাকীর্তি সংস্কারে চীন সরকার আরও ৫৭ কোটি ইউয়ান ব্যয় করে। পাশাপাশি অন্য ১৯টি পুরাকীর্তি মেরামতে তিব্বত ৫ কোটি ইউয়ান খরচ করে।
বর্তমানে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৩৫টি রাষ্ট্রীয় পর্যায়ের পুরাকীর্তি সংরক্ষণ ইউনিট, ২২৪টি স্বায়ত্তশাসিত অঞ্চল পর্যায়ের ইউনিট এবং ৪৮৪টি শহর বা জেলা পর্যায়ের ইউনিট রয়েছে।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১