ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে চলতি বছরের গত মাসে (অক্টোবর) আশানুরুপ ব্যবসা করতে পারেনি বিশ্বখ্যাত জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি হোন্ডা এবং টয়োটা। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এ বছরের শুরুতে বহুল জনপ্রিয় করোলা ব্রান্ডের গাড়িটি চাহিদা অনুযায়ি যোগান দিতে না পারায় টয়োটার বিক্রি ৮ শতাংশ কমে যায়। অন্যদিকে হোন্ডার ক্ষেত্রে এ হার কমে গেছে ০.৫ শতাংশ।
সম্প্রতি ভূমিকম্প ও সুনামি যুক্তরাষ্ট্রে এই দুটি প্রতিষ্ঠনের বিক্রয় কমে যাওয়ার আরও একটি অন্যতম কারন।
অন্যদিকে দেখা যায় একই সময়ে নিশান গাড়ির বিক্রয় ১৮ শতাংশ বেড়ে গেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত টয়োটার প্রধান বিক্রয় প্রতিনিধি বব কার্টার জানান, আমি ধারণা করেছিলাম অক্টোবরে বিক্রয় আগের অবস্থা ছাড়িয়ে যাবে, কিন্তু তা হয়নি। যদিও এটি ছিল একটি অসম্ভব লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১