জেরুজালেম: ফিলিস্তিন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর পূর্ণ সদস্য পদ পাওয়ায় ক্রুদ্ধ ইসরায়েল দেশটির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
গত মঙ্গলবার তারা জানিয়েছে, পূর্ব জেরুজালেম ও এর আশপাশে আরও ২ হাজার বসতি স্থাপন এবং ইসরায়েলে ফিলিস্তিনিদের দেওয়া করের অর্থ হস্তান্তর বন্ধ করা হবে।
ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ইউনেস্কোর সদস্য পদ পাওয়ার একদিন পরেই ইসরায়েল এই প্রতিক্রিয়া দেখালো। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিপরিষদ এক বৈঠক শেষে ফিলিস্তিনের শাস্তিস্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছে।
ইসরায়েলের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইউনেস্কো ফিলিস্তিনকে ভোট দেওয়ার শাস্তিস্বরূপ এই ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে।
তিনি বলেন, ‘পূর্ব জেরুজালেম এবং মালেহ আদুমিন ও এফরাত বসতির বাকি জায়গায় ২ হাজার আবাসিক ইউনিট নির্মাণ করা হবে যার মধ্যে আবাসিক ভবন থাকবে এক হাজার ৬৫০টি। ’
নতুন আবাসিক এলাকা পূর্ব জেরুজালেম এবং বেথেলহেম ও হেবরন শহরের দক্ষিণে আরও সম্প্রসারিত করা হবে বলে জানান তিনি।
এছাড়া, ফিলিস্তিনে তহবিল স্থানান্তরও সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনের বাজারে বিক্রির জন্য যেসব পণ্য ইসরায়েলি বন্দর হয়ে যায় সেগুলোর জন্য সংগৃহীত শুল্ক থেকে প্রায় কোটি ডলার অর্থ আয় হয়। ইসরায়েল প্রতি মাসে এই অর্থ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে যা দেশটির বাজেটের একটি বড় অংশ।
ইসরায়েল অবশ্য কূটনৈতিক অথবা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য প্রায়ই এই অর্থ হস্তান্তর বন্ধ করে।
এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রতিবাদে দেশটি ওই সংস্থাটিতে আর অর্থ সহায়তা দেবেনা। যুক্তরাষ্ট্র ইউনেস্কোর বার্ষিক বাজেটের ২২ ভাগ অর্থ দিয়ে থাকে।
ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিলে যুক্তরাষ্ট্র ১৯৯০ সাল থেকে ওই সংস্থায় অর্থ দেওয়া নিষিদ্ধ করে।
উল্লেখ্য, গত রোববার ইউনেস্কোর ১০৭ টি দেশ ফিলিস্তিনকে সংস্থাটির পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে সুপারিশ করে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১