ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাদ্দাফির পক্ষে কথা বলায় চাকরি হারালেন মার্কিন সুপার মডেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, নভেম্বর ২, ২০১১
গাদ্দাফির পক্ষে কথা বলায় চাকরি হারালেন মার্কিন সুপার মডেল

রোম: আমেরিকান-ইতালীয় সুপার মডেল ভেনেসা হেসলার (২৩) গাদ্দাফির ছেলে মুতাসিম এবং তার পরিবারের পক্ষে কথা বলার কারণে চাকরি হারিয়েছেন।

গত সোমবার ইতালির একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভেনেসা সাবেক প্রেমিক গাদ্দাফির ছেলে মুতাসিম ও গাদ্দাফির শাসনামলের সাফাই গেয়েছেন।

এরপরই জার্মানির একটি টেলিভিশন চ্যানেল তাকে চাকির থেকে অব্যাহতি দেয়।

কেলভিন ক্লেইন, জিওরজিও আরমানি এবং এলওরিয়ালের মতো কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন ভেনেসা।

ইতালির একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ভেনেসা হেসলার জানান, লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে মুতাসিম গাদ্দাফির (৩৬) সঙ্গে তার চার বছরের প্রেমের সম্পর্ক ছিলো।

মুতাসিম তার বাবা গাদ্দাফির সঙ্গে লিবিয়ার সিরতে শহরে গত ২১ অক্টোবর বিদ্রোহীদের হাতে নির্মমভাবে নিহত হন।

হেসলার বলেন, ‘পশ্চিমারা লিবিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়ে ভুল করেছে। আমরা, ফ্রান্স এবং ব্রিটেন বিদ্রোহীদের অর্থ দিয়ে সহায়তা করেছি। কিন্তু জনগণ জানে না, তারা সেখানে কী করছে। ’’

হেসলার মন্তব্য করেন, লিবিয়াতে যা ঘটেছে তাতে তিনি বিরক্ত। গণমাধ্যমে গাদ্দাফির পরিবারকে যেভাবে তুলে ধরা হয়েছে, তারা আসলে সেরকম ছিলেন না। তারা সাধারণ মানুষ। ’

এইসব মন্তব্য করার কারণে গত সোমবার জার্মানির বেসরকারি টেলিভিশন চ্যানেল টেলিফোনিকা হেসলারকে চাকরিচ্যুত করেছে। এই টিভি চ্যানেলটি তাকে জার্মানি, ইতালি এবং ফ্রান্সে খুব দ্রুত পরিচিতি এনে দিয়েছিল।

চ্যানেলটিতে চাকরি পাওয়ার পর গত কয়েক বছর ধরে হেসলার জনসাধারণের কাছে অ্যালিস নামে পরিচিত হয়ে ওঠেন। তিনি কোম্পানির ‌‌‌অ্যালিস ইন্টারনেট সেবার একজন মুখপাত্র ছিলেন।

টেলিফোনিকা গত সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে জানায়, রোমান্টিক সম্পর্কের বিষয়টি হেসলারের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু লিবিয়া ইস্যুতে তার মন্তব্য গ্রহণযোগ্য নয়।

তবে ভক্ত-অনুরাগীরা হেসলারের  এই অবস্থানের পক্ষে জোরালো সমর্থন জানিয়ে তার ফেসবুক পাতায় অসংখ্য বার্তা পাঠিয়েছে। ভক্তরা তার সাহস ও সততার  জন্য ধন্যবাদ জানিয়েছে।

এক ভক্ত লিখেছে,  সত্যের পক্ষে দাঁড়াও, যদি তুমি একা হও তবুও।

সুপার মেডল হেসলার যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তার বাবা মার্কিন এবং মা ইতালীয়। তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ওয়াশিংটনে।

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।