ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সামরিক প্রধানদের পরিবর্তন করল গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, নভেম্বর ২, ২০১১
সামরিক প্রধানদের পরিবর্তন করল গ্রিস

এথেন্স: চলমান রাজনৈতিক সঙ্কটের মধ্যে এবার সামরিক প্রধান পদে পরিবর্তন আনল গ্রিস সরকার।

গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউর নেতৃত্বে একটি কাউন্সিল গত মঙ্গলবার গ্রিসের পদাতিক, নৌ এবং বিমান বাহিনীর প্রধান পদে বর্তমানদের সরিয়ে নতুন প্রধান নিয়োগ দিয়েছে।



প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পদাতিক এবং নৌ বাহিনীর ডজনখানেক কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঋণ সঙ্কটে জর্জরিত গ্রিসকে অর্থ সহায়তা দেওয়ার পূর্ব শর্ত হিসেবে সরকারের ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউরোপীয় ইউনিয়ন।

ব্যয় সংকোচনের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের মুখে এই ইস্যুতে শেষ পর্যন্ত গণভোট দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী পাপান্দ্রেউ। গত মঙ্গলবার তার এই প্রস্তাবে গ্রিস সংসদ সমর্থনও দিয়েছে।

গ্রিস সরকারের এই সিদ্ধান্তের পরই সামরিক প্রশাসনে পরিবর্তন আনা হলো। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সরকারের এই সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত এবং এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

গ্রিসে সামরিক প্রধানদের নিয়োগ দেওয়া হয় প্রতি দুই অথবা তিন বছর অন্তর।

নৌবাহিনী প্রধান ছাড়া বাকি সামরিক প্রধানদের সর্বশেষ নিয়োগ দেয় ২০০৯ সালে তৎকালীন রক্ষণশীল সরকার। নৌবাহিনী প্রধানের নাম ঘোষণা করে গত বছর বর্তমান সোশালিস্ট সরকার।

দেশের সঙ্কট মুহূর্তে সরকারের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।