লন্ডন: সুইডেনের প্রত্যর্পণ আদেশের বিরুদ্ধে করা অ্যাসাঞ্জের আপিল খারিজ করে দিয়েছেন ব্রিটেনের হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারক স্যার জন টমাস এবং বিচারপতি আউসলে এই রায় দেন।
এদিন অ্যাসাঞ্জ সশরীরে আদলতে হাজির হয়েছিলেন। রায় শুনার পরও তার মধ্যে কোনো প্রতিক্রিযা দেখা যায়নি।
এরপর সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন তিনি।
আদালত অ্যাসাঞ্জের জামিনের আগের শর্তগুলো বহাল রেখেছে। এখন এই মামলা নিয়ে ব্রিটেনের সুপ্রিম কোর্টে তিনি আবেদন করতে পারবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী ২১ দিনের মধ্যে আদালত আবার বসবে।
মার্কিন গোপন কূটনৈতিক তারবার্তা ও বিভিন্ন রাষ্ট্রের গোপন নথি ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। বর্তমানে তিনি লন্ডনে এক বন্ধুর বাড়িতে গৃহবন্দি রয়েছেন।
গত ফেব্রুয়ারিতে একজন বিচারক এই মামলার শুনানিতে বলেন, সুইডিশ দুই নারীকে যৌন হয়রানির অভিযোগের জন্য আসাঞ্জকে সুইডেনের কাছে ফেরত পাঠানো উচিৎ। এরপর আসাঞ্জের আইনজীবী আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করেন।
এর আগে হাই কোর্টে আপিল আবেদন খারিজ হলে মামলা ব্রিটেনের উচ্চ আদালত অথবা মানবাধিকার সংক্রান্ত ইউরোপীয় আদালতে স্থানান্তরের কথা বলেছিলেন অ্যাসাঞ্জ।
অ্যাসাঞ্জ ২০১০ সালের আগস্টে সুইডেনে থাকার সময় দুই নারী সহকর্মীকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে। আফগানিস্তান যুদ্ধের বিষেয়ে মার্কিন গোপন নথি প্রকাশের পর লন্ডনে তাকে আটক করা হয়। এরপরই তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১