ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জাভা দ্বীপে ৭০ অবৈধ অভিবাসী নিয়ে নৌকা ডুবি

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, নভেম্বর ২, ২০১১
জাভা দ্বীপে ৭০ অবৈধ অভিবাসী নিয়ে নৌকা ডুবি

জাকার্তাঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে উপকূলের নিকটবর্তী সমুদ্রে একটি অবৈধ অভিবাসী ভর্তি নৌযান ডুবে  কমপক্ষে ৭ জনের প্রাণহানি ঘটেছে ।

গত মঙ্গলবার রাতের এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছে।



নৌযানটির আরোহীরা মূলত ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের নাগরিক বলে একটি আর্ন্তজাতিক গণমাধ্যম জানিয়েছে।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের নিয়ে একটি কাঠের জাহাজ অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার পথে জাভার উপকূলে ডুবে গেছে। জাহাজটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল বলে তিনি জানান।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দক্ষিণ ইন্দোনেশিয়ার বন্দর সিলাকাপ থেকে একটি নৌকা মঙ্গলবার সকালে ৭০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে সমুদ্রে ডুবে যায়।

তারা এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিখোঁজ প্রায় ২০ জন আরোহী বেঁচে নেই বলেই ধারণা করছে কর্তৃপক্ষ। বাকি আরোহীদের উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা ৭টি মৃতদেহের মধ্যে ২ জন শিশু এবং ৩ জন নারী রয়েছেন।

নিহতরা মূলত আফগানিস্তান এবং পাকিস্তানের নাগরিক। উদ্ধার প্রাপ্তদের মধ্যে অধিকাংশই ইরানী নাগরিক বলে স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন।    

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।