ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, নভেম্বর ২, ২০১১
পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে ইসরায়েল

ঢাকা: পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়াচ্ছে ইসরায়েল। দেশটি তার ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে এবং আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে।



একটি বিশেষজ্ঞ দলের প্রতিবেদনে প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে একটি ব্রিটিশ পত্রিকা জানিয়েছে, ইসরায়েল জেরিকো-৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে। একই সঙ্গে তারা আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং এবং সাবমেরিন থেকে নিক্ষেপনযোগ্য পরমাণু অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাইডেন্ট কমিশন নামে ওই বহুদলীয় বিশেষজ্ঞ দলটি গঠন করেছে ব্রিটিশ-আমরিকান নিরাপত্তা তথ্য পরিষদ (বিএএসআইসি) বা বেসিক।

ট্রাইডেন্ট কমিশনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল পরমাণু অস্ত্রবাহী এবং সাবমেরিন থেকে নিক্ষেপনযোগ্য ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে। একই সঙ্গে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উন্নয়নের লক্ষ্যে তারা কৃত্রিম উপগ্রহবাহী রকেট ইঞ্জিনের উন্নয়নে কাজ করছে।

বর্তমানে ইসরায়েলের তিনটি সাবমেরিন রয়েছে। আরও দুটি সাবমেরিন জার্মানিতে নির্মাণাধীন।

এ বছরের প্রথম দিকে জার্মানির দৈনিক ডার স্পিগেল জানায়, ছয়টি ডলফিন সাবমেরিন দেওয়ার জন্য জার্মানিকে অনুরোধ করেছে ইসরায়েল। জার্মানি তাকে পরমাণু অস্ত্রবাহী ওই ধরনের সাবমেরিন দিতে রাজিও হয়েছে।

বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোও তাদের পরমাণু অস্ত্রের আধুনিকীকরণ এবং উন্নয়নে হাজার হাজার কোটি ডলার খরচ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামরিক বাজেট কমানো এবং নিরস্ত্রীকরণে আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও বেশিরভাগ দেশের পরিকল্পনা দেখলে বর্তমান সময়কে অনায়াসে পরমাণু অস্ত্রের যুগ বলা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসছে দশকে যুক্তরাষ্ট্র তার পরমাণু অস্ত্র শিল্পে ৭০ হাজার কোটি ডলার খরচ করবে। একই সময় রাশিয়া শুধু ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়নে ৭ হাজার কোটি ডলার খরচ করবে বলে ধারণা করা হচ্ছে।

আাগমীতে পরমাণু অস্ত্রের আরও উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করবে এমন দেশগুলির মধ্যে রয়েছে, ইসরায়েল, ভারত, চীন এবং পাকিস্তান।

প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল, রাশিয়া, পাকিস্তান এবং ফ্রান্সের পরমাণু অস্ত্রের সংখ্যা আর যাই হোক কমছে না। সেই সঙ্গে রাশিয়া এবং পাকিস্তানের অস্ত্রগুলোর নকশাই করা হয়েছে আক্রমণের জন্য।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।