তেলআবিব: ইসরায়েল বুধবার তার মধ্যাঞ্চলীয় রিশোন লিজিয়নের কাছে পালমাচিম সামরিক ঘাঁটি থেকে রকেট ইঞ্জিন চালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে,একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটিতে এরকম গুজব ওঠার পর ইসরায়েল এই পরীক্ষা চালালো।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনেক দিন ধরেই এই পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছিল। ইসরায়েল ২০০৮ সালে সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
একজন সামরিক মুখপাত্র জানান, রিশোন লিজিয়নের কাছে পালমাচিম ঘাঁটি থেকে ইসরায়েল বুধবারের এই রকেট ইঞ্জিন চালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। প্রতিরক্ষামন্ত্রণালয় অনেক আগেই এই পরীক্ষার পরিকল্পনা নিয়েছিল এবং পরীক্ষা নিদিষ্ট সময়েই চালানো হয়েছে।
কোন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো না হলেও দেশটির একটি পত্রিকা জানায়, নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। ওই পত্রিকার খবরে বলা হয়, ইসরায়েলের মধ্যাঞ্চলের বিস্তৃত এলাকা জুড়ে সাদা ধোয়া উড়তে দেখা গেছে।
খবরে আরও বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার বিষয়ে তার মন্ত্রিপরিষদকে বোঝানোর চেষ্টা করছেন।
ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো বলে আসছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান অবশ্য দাবি করছে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১