ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

কানাডার পূর্বাঞ্চলের উপকূলীয় প্রদেশ নিউ ব্রানসউইকে বন্দুকধারীর গুলিতে অন্তত চার জন নিহত হয়েছে। আরও বেশ ক’জন আহত হয়েছে।

শুক্রবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকালে প্রদেশের রাজধানী ফ্রেডেরিকশনের ব্রুকসাইড ড্রাইভ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নগরের পুলিশ তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে চার জনের মৃত্যুর খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, সকালের ঘটনাটির পর ব্রুকসাইড ড্রাইভ এলাকার আশপাশের লোকজনকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। আশপাশের ভবনগুলোর এমনকি দোকানের দরজা-জানালাও বন্ধ করে রেখেছেন কর্মীরা।

এই গুলির ঘটনার ধরন এখনো স্পষ্ট না হলেও স্থানীয় সংবাদমাধ্যম বলছে, প্রথমে সকাল ৭টার দিকে আতশবাজির মতো বিকট শব্দ শোনা যায়। এরপর অনেকের কাছেই স্পষ্ট হয় গুলির শব্দ।  

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশ সদস্য, দমকলকর্মী ও প্যারামেডিকরা।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।