সানাঃ ইয়েমেনে সরকারের নিরাপত্তা বাহিনী এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থক উপজাতি যোদ্ধাদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিয়েছে।
ইয়েমেনের তায়েজ শহরে বুধবার সংঘটিত দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছে। নিহতদের মধ্যে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থক উপজাতি যোদ্ধা এবং সাধারণ বেসামরিক জনগণও রয়েছে।
স্থানীয় হাসপাতালের ডাক্তার আব্দেল রাজিক আল গাবরি জানান, সরকারি নিরাপত্তা বাহিনী তায়েজ শহরের পার্শ্ববর্তী বেশ কিছু এলাকার ওপর ব্যাপক গোলা নিক্ষেপ করে। সেখানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থক যোদ্ধারা শহরের কেন্দ্রস্থলে একটি সরকারি ভবনের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে সরকার বিরোধী যোদ্ধারা তায়েজ শহরের কেন্দ্রস্থলের বেশ কিছু সরকারি ভবন এবং ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করার কারণেই সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
উল্লেখ্য তায়েজ শহরটি ইয়েমেনে চলমান সরকার বিরোধী বিক্ষোভের একটি অন্যতম কেন্দ্র। ইয়েমেনের বিক্ষোভকারীরা গত ফেব্রুয়ারি থেকে বর্তমান প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবি করছে। তিনি ১৯৭৮ সাল থেকে ইয়েমেনের প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন রয়েছেন।
এদিকে রাজধানী সানাতেও উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সানার হাসাবা জেলায় সরকারী বাহিনী এবং প্রভাবশালী সরকার বিরোধী উপজাতি প্রধান শেখ সাদেক আল আহমার এর অনুগত বন্দুকধারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে তিনজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
মিশর এবং তিউনিসিয়ার সরকার বিরোধী বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে ইয়েমেনেও ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবু আবদুল্লাহ সালেহর বিরুদ্ধে আট মাস আগে শুরু হওয়া এই সহিংস এবং রক্তক্ষয়ী বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক’শ লোক নিহত এবং কয়েক হাজার লোক আহত হয়েছে।
বাংলাদেশ সময়ঃ ১৯৪৯ ঘন্টা, নভেম্বর ২, ২০১১