ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কে আফগানিস্তান বিষয়ক নিরাপত্তা সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, নভেম্বর ২, ২০১১

ইস্তাম্বুলঃ আফগানিস্তানের নিরাপত্তা বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন বুধবার তুরস্কের ইস্তাম্বুল শহরে শুরু হয়েছে। আফগানিস্তান সংশ্লিষ্ট বিভিন্ন দেশ, আন্তর্জাতিক দাতা সংস্থা, সাহায্যকারী সংস্থা এবং সেখানে কার্যক্রমরত বিভিন্ন এনজিও এর প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছে।



আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী প্রত্যাহারের পর সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করনীয় ঠিক করতেই মূলত এই সম্মেলন আয়োজন করা হয়েছে।

আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দেশ সমূহের শীর্ষ কূটনীতিক এবং সরকার প্রধানরা এই সম্মেলনে অংশগ্রহণ নিয়েছেন।

ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রসমূহের পাশাপাশি যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন, ফ্রান্স এবং রাশিয়ার প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশগ্রহণ করেছে।

সম্মেলনে অন্যদের মধ্যে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং  দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খাও অংশ নিয়েছেন।

এছাড়া এই সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি অংশ নেননি।

মার্কিন সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, মায়ের মৃত্যুর কারণে হিলারী ক্লিনটন এই সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন। তার সহকারী উইলিয়াম বার্নস তার স্থলে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব  দেবেন।

মূলত এই সম্মেলনে ২০১৪ সালের মধ্যে মার্কিন সেনাদের আফগানিস্তান ত্যাগের পর উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করার করণীয় নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশসময়: ২২০৫ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।