ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বাঙালির লোকজ সংস্কৃতি বিশাল: আনোয়ার চৌধুরী

সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৯, নভেম্বর ৩, ২০১১

লন্ডন: বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের সাবেক হাই কমিশনার আনোয়ার চৌধুরী বলেছেন বাঙালির লোকজ সংস্কৃতির বিশাল ভান্ডার বিশ্ব সংস্কৃতিকেও সমৃদ্ধ করতে পারে।

লালন, রাধারমণ ও শাহ আব্দুল করিমসহ আউল-বাউল বাঙালির জন্য লোকজ সংস্কৃতির যে বিশাল ভান্ডার রেখে গেছেন তা বিশ্ব সংস্কৃতির অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে।



গত ৩০ অক্টোবর ব্রিটেনের ব্রাডফোর্ড শহরে অনুষ্ঠিত রাধারমণ উৎসবে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাডফোর্ডের পিল পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ উৎসব ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত অসংখ্য মানুষের পদভারে মুখরিত ছিল ।

অমল পোদ্দারের সভাপতিত্বে উৎসবে স্বাগত বক্তব্য রাখেন অমর বৈদ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন আনোয়ার চৌধুরী। রাধারমণের গান নিয়ে মূল আলোচনায় অংশ নেন এসকেজি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিদ্ধার্থ করগুপ্ত এবং নব্বই দশকের শক্তিমান কবি টিএম আহমেদ কায়সার।

দুই ভাগে বিভক্ত রাধারমণ উৎসব উপস্থাপনায় ছিলেন সঙ্গীত শিল্পী চন্দ্রা চক্রবর্তী এবং জাহাঙ্গীর রানা। সঙ্গীত পরিবশন করেন গৌরী চৌধুরী,  রিপা রাকীব, আমির মোহাম্মদসহ বিলেতের জনপ্রিয় শিল্পীরা।

সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যে অংশ নেন ব্রিটেনের বার্মিংহাম থেকে আগত চল্লিশ জন শিল্পী।

বাংলাদেশ সময়: ০215 ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।