নয়াদিল্লি:পাকিস্তান ভারতকে ‘মোস্ট ফেবারড ন্যাশনের (এমএফএন) স্বীকৃতি দিয়েছে এবং পাকিস্তানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত।
কিন্তু ভারত পাকিস্তানকে এই বলে সতর্ক করে দিয়েছে যে, সম্পর্কের শীর্ষে পৌঁছানোর জন্য দেশ দুটিকে এখনও সুদীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
দুই দেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে ভিসা সহজীকরণের বিষয় নিয়েও আলোচনা হবে। মালে আসন্ন সার্ক সম্মেলনে ড. মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মধ্যে বৈঠকের পর আরও বন্ধুভাবাপন্ন উদ্যোগের আশা করা হচ্ছে।
এই মুহুর্তে দেশ দুটির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হবে বলে আশা করা যাচ্ছে। দুই দেশের মধ্যে লেনদেন ২ দশমিক ৫ বিলিয়ন থেকে বেড়ে ৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।
খবরে বলা হয়, ইসলামাবাদে মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ভারতকে মোস্ট ফেবারড ন্যাশনের খেতাব দেন। এই উদ্যোগের ফলে পাকিস্তান ভারতে এক হাজার নয়শ ৪৬ ধরনের পণ্যসামগ্রী আমদানি করতে পারবে। হবে। আর ভারত পাকিস্তানে রপ্তানি করতে পারবে ৮৫০ ধরনের পণ্যসামগ্রী।
উল্লেখ্য, ভারত ১৯৯৬ সালে পাকিস্তানকে একতরফাভাবে ‘মোস্ট ফেবারড ন্যাশনে’র স্বীকৃতি দেয়।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১