ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ার পাশে থাকবে জাতিসংঘ: বান কি মুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, নভেম্বর ৩, ২০১১
লিবিয়ার পাশে থাকবে জাতিসংঘ: বান কি মুন

ত্রিপোলি: গণতান্ত্রিক দেশ গড়তে লিবিয়াকে সর্বাত্মক সহেযাগিতা করবে জাতিসংঘ। বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি সফরে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ আশাবাদ ব্যক্ত করেন।

লিবিয়া যুদ্ধ পরবর্তী লিবিয়ায় এটাই বান কি মুনের প্রথম সফর।

বিদ্রোহীদের গঠিত জাতীয় আন্তর্বর্তী পরিষদের (এনটিসি) প্রধান মুস্তফা আবদেল জলিল এবং পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনার পর বান কি মুন বলেন, ‘নতুন লিবিয়ার জনগণ হবে শঙ্কামুক্ত, অতীতের গ্লানি মুক্ত। ন্যায্য বিচারের জন্য তাদের হাপিত্যেশ করতে হবে না। বাস্তবতার ভিত্তিতেই লিবিয়ার জনগণের পাশে থাকবে জাতিসংঘ। ’

লিবিয়ার কর্তকর্তাদের সঙ্গে আলোচনাকালে তিনি আরও বলেন, ‘জনগণের নিরাপত্তা এবং গাদ্দাফি প্রশাসন থেকে পাওয়া বিভিন্ন ভয়ংকর অস্ত্রসমূহকে নিরস্ত্রীকরণ করতে হবে। ’

লিবিয়ার জনগণ মুক্তির জন্য অনেক মূল্য দিয়েছে। নির্বাচন, নতুন সংবিধান, মানবাধিকার, জননিরাপত্তা এবং প্রাণঘাতী অস্ত্র নিরস্ত্রীকরণে জাতিসংঘ লিবিয়ার জনগণকে সাহায্য করতে প্রস্তুত বলেও বান কি মুন জানান।

একই সঙ্গে সিরিয়ার সরকারের প্রতি জনগণের ওপর অব্যাহত নির্যাতন বন্ধেরও আহবান জানিয়ে তিনি বলেন, ‘সিরিয়ার বেসামরিক জনগণ হত্যা এখনই বন্ধ করতে হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরব শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে। ’

 বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।