ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকের বাকুবায় বোমা হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, নভেম্বর ৩, ২০১১
ইরাকের বাকুবায় বোমা হামলায় নিহত ৬

বাকুবা: ইরাকের বাকুবা শহরে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং ২৩ জন আহত হয়েছে। বুধবার বিকেলে শহরের কেন্দ্রস্থলে এ আত্মঘাতী বোমা হামলা হয় বলে জানায় শহরের পুলিশ কর্তৃপক্ষ।



বাকুবার নিরাপত্তা কর্তৃপক্ষ সূত্র জানায়, সুন্নী শাওয়া মিলিশিয়া গ্রুপের সদস্যরা যখন তাদের মাসিক বেতন তুলছিলেন তখনই এই বোমা হামলার ঘটনা ঘটে। একজন আত্মঘাতী বোমাহামলাকারী সেনাবাহিনী ঘাটির গেটের মুখে বোমা বিস্ফোরণ ঘটায়। অপরদিকে এর একটু পরেই ঘটনাস্থলের একটু দুরে আরেকটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরিত হয়।

বাকুবা দিয়ালা প্রদেশের প্রাদেশিক রাজধানী। বাগদাদ থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর-পূর্বদিকে এই শহরের অবস্থান।

দিয়ালা প্রাদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফারিস আল আজোই বলেন, ‘ঘটনাস্থল থেকে আমার ছয়জনের মৃতদেহ এবং ২১ জন আহতকে উদ্ধার করেছি। মৃতের সংখ্যা বাড়তে পারে। ’

তবে বাকুবা পুলিশ সূত্র জানায়, মৃতের সংখ্যা দশ এবং আহতের সংখ্যা ৪০।

বোমা হামলার জন্য কারা দায়ি তা এখনও জানা যায়নি। এমনকি কোনো পক্ষই এই বোমা হামলার দায় স্বীকার করেনি এখন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।