ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ভারতে যুদ্ধবিমান বিক্রি করছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, নভেম্বর ৩, ২০১১
যুক্তরাষ্ট্র ভারতে যুদ্ধবিমান বিক্রি করছে

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র ভারতের কাছে তার সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ছয়মাস আগে নয়াদিল্লি ১১শ’ কোটি মার্কিন ডলারের দুটি অপেক্ষাকৃত পুরাতন প্রযুক্তির যুদ্ধ বিমান ক্রয়ের পরিকল্পনা বাতিলের পর এই আগ্রহ দেখাল দেশটি।



মার্কিন প্রতিরক্ষামন্ত্রণালয় এক প্রতিবেদনে কংগ্রেসের কাছে মার্কিন-ভারত নিরাপত্তা সহযোগিতার বিষয়ে জানায়, নয়াদিল্লি যদি লকহীড মার্টিনের এফ-৩৫যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ দেখায় পেন্টাগন বিমানের নিরাপত্তা এবং অবকাঠামোগত সহায়তার বিষয়ে তথ্য সরবরাহ করতে ইচ্ছুক।

এফ-৩৫ পেন্টাগনের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র সংগ্রহ কর্মসূচি। রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ বিমান ৮টি আন্তর্জাতিক অংশদারিত্বের সমন্বয়ে তৈরি করা হয়েছে।  

কর্মকর্তারা জানান, মার্কিন সেনাবাহিনীর জন্য ২,৪৪৭টি যুদ্ধবিমান তৈরিতে ব্যয় হয় ৩৮২ বিলিয়ন মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্র এই কর্মসূচিতে ভারতের অংশগ্রহণ আশা করলে ব্যয় এবং তাদের নিজস্ব বিমান তৈরির কথা বলে দেশটি বিশেষ আগ্রহ দেখায়নি।

নয়পাতার পেন্টাগনের ওই প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রণালয় ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।