ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লোহিত সাগরে ফেরিতে আগুন: নিখোঁজ ২০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, নভেম্বর ৩, ২০১১
লোহিত সাগরে ফেরিতে আগুন: নিখোঁজ ২০০

কায়রো: লোহিত সাগরে একটি ফেরিতে আগুন লাগার পর এর শত শত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



যাত্রীদের বেশিরভাগই মিসরীয় অভিবাসী শ্রমিক। তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রায় এক হাজার যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কমর্কর্তারা জানিয়েছেন, এদের অনেকেই আহত হয়েছে।

তারা জানিয়েছেন, আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। মিসরের কর্মকর্তারা জানান, প্রায় ১২০০ যাত্রী বোঝাই ওই ফেরিটিতে জর্ডানের আকুবা বন্দর থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে আগুন লাগে। ফেরিটি মিসরের নুনেবিয়ার দিকে যাচ্ছিল।

মিসরের টেলিভিশন জানিয়েছে, উদ্ধার অভিযানে সামরিক বিমান এবং নৌকা ব্যবহার করা হচ্ছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়, ফেরিটি আরব ব্রিজ মেরিটাইম কোম্পানির।

কোম্পানিটি জর্ডান, মিসর এবং ইরাকের যৌথ মালিকানাধীন। ২০০৬ সালে সৌদি আরব থেকে মিসরে যাওয়ার পথে লোহিত সাগরে একটি ফেরি ডুবে  এক হাজারের ও বেশি লোক নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।